বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:-এবার কার্যত তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অবস্থানে বসল তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সমিতি। এ ঘটনা সোমবার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনে।সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি তাদের নানা দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ক্যাম্পাসের মূল প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনের বারান্দায় অবস্থানে বসে। তাদের দাবিগুলির মধ্যে মূলত চারটি প্রধান। দাবিগুলি হল – শূন্যপদে লোক নিয়োগ করতে হবে, মৃত সহকর্মীদের পুত্রকন্যাদের চাকরি দিতে হবে, বাড়তি কাজের জন্য অতিরিক্ত চৌদ্দ শো টাকা দিতে হবে এবং অবশ্যই বকেয়া ডিএ দিতে হবে।চারটি দাবির মধ্যে প্রথম তিনটি দাবি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারী সংগঠনরাও করছেন। সঙ্গে বকেয়া ডিএ আদায় তাদের মূল লক্ষ্য। রাজ্য সরকার না ছাড়লে বকেয়া ডিএ কেউ পাবেন না। তাই বিরোধী সংগঠনরা দাবি আদায়ে নানা কর্মসূচি নেবেন, সেটা স্বাভাবিক। তবে সবাই আশ্চর্য হয়েছেন, তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সমিতির সদস্যরাও বকেয়া ডিএ’র দাবিতে অবস্থানে বসায়। শুধু বসা-ই নয়, রীতিমত বকেয়া ডিএ দিতে হবে বলে স্লোগান তুলে চত্বর সরগরম করে দিয়েছেন। যা কার্যত সরকারের বিরুদ্ধেই।