গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : কেন্দ্রে ধর্মনিরপেক্ষ স্থায়ী সরকার গড়তে এবং ঐক্যবদ্ধ উন্নত ভারত গড়তে মোদী সরকারকে পরাস্ত করতে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ মঙ্গলবার কাটোয়ার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সংলগ্ন মাঠে।
উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব-বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মণ্ডল, কাটোয়ার বিধায়ক তথা সহ সভাপতি প্রদেশ তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ প্রমুখ।
সেই কর্মী সম্মেলনকে সাফল্য মণ্ডিত করতে জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে শনিবার মুস্থূলীর মিত্র সংঘ পাঠাগারের মাঠে একটি প্রস্তুতি সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইসমাইল দফাদার,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, উপ-প্রধান তপন হাজরা,সকল সদস্য, সকল তৃণমূল কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।জগদানন্দপুর পঞ্চায়েতের ২০ টি বুথের প্রত্যেক বুথ থেকে ১০০ জন করে মোট ২০০০ জন লোক কর্মী সম্মেলনে আনতেই হবে,কোন অজুহাত শোনা যাবে না – একথা বলেন প্রধান গৌতম ঘোষাল। পাশাপাশি লোকসভা ভোটের জন্য কর্মীদের বাড়ি বাড়ি প্রচার শুরু করে দেওয়ার কথাও বলেন প্রধান গৌতম ঘোষাল।