যুব ও মাদারের সংঘর্ষ হয় কোচবিহারের 1 নং ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের টাকা মারি বাজার এলাকায়।
ওই ঘটনায় আহত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তাকে আশঙ্কাজনক অবস্থায় এম জে এন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই আহত পঞ্চায়েত সদস্যের নাম ফজিদার রহমান। সংঘর্ষ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ। আহত প্রাক্তন পঞ্চায়েত সদস্য কে দেখতে আসেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ। ফজিদার রহমান জানান। আসামে 5 বাঙালি হত্যার প্রতিবাদে মিছিল করার জন্য মিটিং বসেছিল বাজারে। মিটিং শেষ করে বেরোবার সময় অতর্কিত ভাবে তার উপরে হামলা করে বলে অভিযোগ যুবর সমর্থক দের বিরুদ্ধে।
তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ জানান, যারা এই হামলা করেছে তারা দুষ্কৃতী। তারা যুব তৃণমূলের হতে পারে না। এরা তৃণমূল কংগ্রেস কে বদনাম করার জন্য যুবর নাম ভাঙাচ্ছে। তারা যদি দলের কেউ হয় তাহলে দল গত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।