নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের জনসংযোগ যাত্রার প্রথম দিনই উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এমনকী, ব্যাগ ছিনতাই ও মোবাইল ভেঙে দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ‘নপুংসক’ বলে আক্রমণ করলেন সুস্মিতা। তিনি বলেন, ‘বিপ্লব দেব একটা হিজড়া। ব্যালটে লড়াই না করে গাড়িতে হামলা করছে।’ যদিও হামলার ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। এরই সঙ্গে সুস্মিতার করা মন্তব্যের তীব্র নিন্দা করেছে তারা।
বৃহস্পতিবার থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। শুক্রবার ত্রিপুরার জন্য তৃণমূল প্রচারে বের হন সুস্মিতা। অভিযোগ, পশ্চিম ত্রিপুরা আমতলি বাজারের কাছে তাঁর গাড়িতে কয়েকজন বিজেপি কর্মী হামলা চালায়। শুধু গাড়ি ভাঙচুর নয়, ছিনতাইও করা হয়। সুস্মিতার অভিযোগ, আক্রমণকারীরা সবাই বিজেপি কর্মী। কেউই মুখের মাস্ক পরা ছিল না।
এদিকে এই ঘটনার তীব্র বিরোধিতা করে টুইট করেছেন অভিষেক ব্যানার্জি। তিনি লেখেন, ‘বিরোধীদের ওপর আক্রমণ এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। বিজেপির গুন্ডারা একজন মহিলা সাংসদকে যেভাবে হেনস্থা করেছে তা লজ্জার এবং রাজনৈতিক সন্ত্রাসের সামিল। সময় চলে এসেছে, ত্রিপুরা উত্তর দেবে।’
এদিকে বিপ্লব দেবের প্রতি সুস্মিতা দেবের ‘হিজড়া’ মন্তব্য নিয়ে ত্রিপুরা বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, ‘এটা তৃণমূলের কাছে প্রত্যাশিত। বাংলা দেখেছে কীভাবে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে। সাধারণের কাছে যেটা অশালীন, সেটাই তৃণমূলের সংস্কৃতি।’ এই ঘটনা নিয়ে তিনি আরও বলেন, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রকাশ।