পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর: গত বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের পুলয়ামাতে জইশ-ঈ-মহম্মদ জঙ্গি সংগঠনের সন্ত্রাসবাদীরা কাপুরুষের মতন যেভাবে ভারতের ৫৪ নং সিআরপিএফ জওয়ান ব্যাটেলিয়নের প্রায় ৪৫ জনকে নৃশংসতার সাথে হত্যা করে সেই ঘটনাকে মানতে পারেনি সারা দেশবাসী।
এদিন তারই প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সর্বত্র বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দফায় দফায় বিভিন্ন জায়গায় মৌনমিছিল ও মোমবাতি মিছিল বের হয়। আবার কিছু কিছু জায়গায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় ।
পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ এই ধ্বনিতে মাটি কেঁপে উঠেছিল যেমন ঠিক তার পাশাপাশি বীর শহিদ জওয়ান অমর রহে, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় জওয়ান ধ্বনিতে সর্বত্র কেঁপে উঠেছিল।
এদিন দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর শপিং প্লাজা পদতল থেকে সারা শহর জুড়ে প্রায় সহস্রাধিক সাধারণ নাগরিকরা মৌন মিছিল করেন। এই মিছিলে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন মহলের প্রায় সকলেই উপস্থিত ছিলেন।