নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট-বীরভূমঃ এদিন বীরভূমের মুরার‌ই এর বাঁশলৈ স্টেশনের কাছে ডাউন লাইনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম হায়দুল সেখ, বয়স ৩৭ বছর, বাড়ি মুরার‌ই থানার অন্তর্গত ভাদিশ্বর গ্রামের আদেরা পাড়া এলাকায়। মৃত হায়দার সেখ কিছুটা মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর বেলা হায়দুল সেখ নামাজ পড়বার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নামাজ পড়বার পর সে মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে রেল লাইনে চলে আসে।

ঠিক সেই সময় ৬.১০ নাগাদ ডাউন এন্টারসিটি ট্রেন ঢুকছিলো এবং হায়দার সেখ কে ধাক্কা মারে।সঙ্গে সঙ্গে হায়দার সেখ এর মৃত্যু ঘটে। পরে জি.আর.পি আসে এবং মৃতদেহটি কে উদ্ধার করে। মৃতদেহটি উদ্ধার করার পর রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here