নিজস্ব প্রতিনিধিঃ (নলহাটি-বীরভূম):- দিন দিন বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হচ্ছে প্রচুর মানুষের। আবার অনেক সময় নিজেদের অসচেতনতার কারণে প্রাণ যাচ্ছে মানুষের।
সেরকমই এদিন বীরভূমের নলহাটি রেলস্টেশনে রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। স্থানীয়রা জানান, উক্ত যুবক রেলের গেট বন্ধ থাকা সত্ত্বেও রেল লাইন পাড় হতে গিয়ে হঠাৎ ট্রেন চলে আসায় রেলে কাটা পড়ে মৃত্যু হলো যুবকের।
জানা গেছে, মৃতের নাম সুফল মাল। তাঁর বাড়ি নলহাটি থানার অন্তর্গত খাঁপুর গ্রামে। ঘটনাস্থলে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।