নিজস্ব সংবাদদাতা, নদীয়া : ট্রেনের কাউ কেঁচার থেকে শিশুর দেহ উদ্ধার কে চাঞ্চল্য নদীয়ার রানাঘাট রেল স্টেশনে।সোমবার দুপুরে শিয়ালদহ থেকে লালগোলা গামী আপ লালগোলা প্যাসেঞ্জারের কাউ ক্যাচ্যার থেকে উদ্ধার এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে রানাঘাট জিয়ারপিএফ।
।সূত্রের খবর, সোমবার সকালে শিয়ালদহ —রানাঘাট শাখার খড়দহ রেল স্টেশনের কাছে আনুমানিক সাড়ে দশটা নাগাদ আপ লালগোলা প্যাসেঞ্জারের সামনে এক শিশুকে নিয়ে ঝাঁপ দেন এক ব্যক্তি।রেল পুলিশ সূত্রে খবর,খরদহ স্টেশন সংলগ্ন জায়গা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হলেও শিশুটির দেহ উদ্ধার হয় রানাঘাট থেকে।
পুলিশের প্রাথমিক অনুমান শিশুটির মৃতদেহ কোনোভাবে লালগোলার কাউ ক্যাচারে আটকে চলে আসে রানাঘাট পর্যন্ত।মৃত ওই শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট জিয়ারপিএফ।মৃত শিশুর পরিচয় জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট জিয়ারপিএফ।