সৌগত মন্ডল,রামপুরহাট-বীরভূম:এদিন সকালে বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত, বাসুদেবপুর সংলগ্ন বরনগর গ্রামের রিন্টু শেখ সহ এক ব্যক্তি বাইকে চড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে।
গ্রাম থেকে উঠতেই পরে কোটাসুর লোকপাড়ার ব্যস্ততম রাস্তা, রিন্টু শেখ হাই রোডে উঠতেই কোটাসুর লোকপারা দিক থেকে একটি পাথর বোঝাই ট্রাক্টর ছুটন্ত গতিতে চলে আসে ও রিন্টু শেখকে ধাক্কা মারে, বাইকচালক পাল্টি খেয়ে পুকুরের ধারে গিয়ে পড়ে।
সাথে সাথে গ্রামের লোক ছুটে এসে রিন্টু শেখ ও তার আর এক বাইক সঙ্গীকে বাসুদেবপুর হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই রিন্টু শেখের মৃত্যু হয়।
গ্রামের লোকজন বাসুদেবপুর হাসপাতালে ভিড় করে মৃত রিন্টু সেখ দেখার জন্য। এদিকে গ্রামবাসীরা ট্রাক্টর সহ চালককে আটকে রেখেছে। হাসপাতালে মৌরেশ্বর থানার পুলিশ যায়।