তারাশঙ্কর গুপ্ত, বাঁকুড়াঃবিহারীনাথ থেকে হুগলির ধনেখালি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল পর্যটকবাহি বাস।
দূর্ঘটনায় আহত হয়েছেন ১১জন।সূত্রের খবর এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া-কলকাতা রাজ্য সড়কের উপর বিষ্ণুপুরের এম.আই.টি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে । আহত পর্যটকদের স্থানীয় মানুষ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করেছেন।
দুর্ঘটনাগ্রস্ত বাসের এক পর্যটক জানান , হুগলির ধনেখালি এলাকার ৩০ জন বাসিন্দা বিহারীনাথ পাহাড় থেকে একটি বেসরকারী বাসে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর এম.আই.টি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পর্যটকদের আর্ত চিৎকারে স্থানীয়রা এসে প্রত্যেক যাত্রীকে উদ্ধার করেন। আহত যাত্রীদের তারাই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্তমানে ঐ রাজ্য সড়কটি মেরামতির কাজ চলছে। বাসটি দ্রুতগতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় বলে তাদের দাবী। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।