নিজস্ব প্রতিনিধি : টোটো ও চা পাতা ভর্তি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলো ১৪ মাসের একটি শিশু সহ আরো চারজন।ঘাতক গাড়িটিকে আটক করে তার কাচ ভাঙচুর করে উত্তজিত জনতা।

আহতদের চালসার মঙ্গলবাড়ী গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগান মোড়ের ৩১ নং জাতীয় সড়কের ওপর।

জানা যায়,এদিন টোটোতে করে একটি শিশু সহ তিন জন যাত্রী নিয়ে চালক বাতাবাড়ি চা বাগান মোড় থেকে উত্তর ধূপঝোরার দিকে যাচ্ছিল।ওই সময় বাতাবাড়ির দিক থেকে দ্রুত গতিকে একটি চা পাতা ভর্তি পিকআপ গাড়ি টোটো টিকে ধাক্কা মারে।ধাক্কায় টোটোর সকলই ছিটকে পরে।

পিকআপটি টোটো টিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্তু মঙ্গলবাড়ী বাজারে জনগণ গাড়িটিকে আটকে দেয়। উত্তজিত জনতা গাড়িটির কাঁচ ভেঙে দেয়।স্থানীয় জনগণ আহতদের চালসার মঙ্গলবাড়ী গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসার পর সকলেই রেফার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ।

পুলিশ পিকআপ গাড়িটিকে আটক করেছে।চালক পলাতক।আহত শিশুটির ১৪ মাসের শিশুর নাম রিয়ান আফ্রিদি।বাকি আহতরা হলো আব্বাস আলী,অঞ্জনা খাতুন,লীলা বেগম।আহত টোটো চালক হলো অজয় রায়।টোটো চালকের বাড়ি দক্ষিণ ধুপঝোরায়।বাকিদের বাড়ি বাতাবাড়ি পঞ্চায়েত পাড়া এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here