নিজস্ব প্রতিনিধি : দুটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল বনদপ্তরের হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জ । গতকাল বিকেলে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি চা বাগানের বাসিন্দাদের প্রথমে নজরে আসে এলাকার ছেলেমেয়েরা দুটো কচ্ছপ নিয়ে খেলছে ।
সুনিল দর্জী ছেলেমেয়েদের কাছ থেকে কচ্ছপ দুটো উদ্ধার করে বনদপ্তরে খবর দেন। । আজ সকালে বনদপ্তরের হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জের বনকর্মীদের হাতে কচ্ছপ দুটো তিনি তুলে দেন । বনদপ্তর সুত্রে জানা গেছে, কচ্ছপ দুটো বিরল প্রজাতির এবং দুটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জলাসয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।