নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ধরনা মঞ্চে  উপস্থিত  থাকার জন্য কেন্দ্রীয় সরকার  কলকাতা  পুলিশ কমিশনার রাজীব কুমার সহ কয়েকজন উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে।

খোদ পুলিশ কমিশনার রাজীব কুমার ছাড়া আর যাঁদেরকে চিহ্নিত করা হয়েছে তাঁরা হলেন – ডিজিপি বীরেন্দ্র, এডিজি (নিরাপত্তা) ভিনিত কুমার, এডিজি (আইনশৃঙ্খলা) অনজ শর্মা, বিধাননগর পুলিশ প্রধান জ্ঞানবন্ত সিং, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সুপ্রতিম সরকার।

উচ্চপদস্থ এইসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে যেসব প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তা হল পুলিশের কাজ করার সময় তাঁরা যেসব পুরস্কার পেয়েছেন সেগুলো ফেরত নেওয়া হবে, তাঁদের সিনিয়রিটি লিস্ট তালিকা থেকে বাদ দেওয়া হবে।

সেই সঙ্গে, তাঁরা বেশ কয়েক বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও পদে যুক্ত হতে পারবেন না। অল ইন্ডিয়া সার্ভিস রুলস অনুযায়ী এই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here