মেষ – চিকিৎসার জন্য খরচ।
বৃষ – বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা।
মিথুন – মহিলাদের নিয়ে বিপত্তি।
কর্কট – কর্মক্ষেত্রে সম্মান পাবেন।
সিংহ – আগুন থেকে বিপদের সম্ভাবনা।
কন্যা – অযথা ভ্রমন হতে পারে।
তুলা – স্ত্রীর প্রতি অভিমান।
বৃশ্চিক – সন্তানের কর্মের জন্য গর্ববোধ।
ধনু – বিবাহ জীবন অশান্তির সময়।
মকর – অর্শ থেকে যন্ত্রনা বৃদ্ধি।
কুম্ভ – প্রেমের ব্যাপারে মান বৃদ্ধি।
মীন – দুর্ঘটনা থেকে সাবধান।