নিজস্ব প্রতিবেদক: এক নতুন রোম্যান্টিক জুটির আবির্ভাব হলো বাংলা ছবির দুনিয়ায় ‘এক মুঠো রোদ্দুর’ সিনেমার হাত ধরে।ছবিটি মুখ্য চরিত্রে অভিনয় করেছে অভিনেতা ভিকি ও অভিনেত্রী চয়নিকা।ছবিটির অন্যান্ন ভূমিকায় আছেন অন্তরা চক্রবর্তী,উজ্জ্বল রায়চৌধুরী,সুপ্রিয় দত্ত,দেবরঞ্জন নাগ,খরাজ মুখার্জী,সুদীপ মুখার্জী প্রমুখ।
ছবিটি দেখে আপামর বাঙালি দর্শকের একটি নতুন ছক ভাঙা প্রেমের সাদ উপলদ্ধি হবে এবং বাঙালি কৃষ্টি ও সংস্কৃতির যে গরিমা তা ফুটে উঠেছে এই ছবিতে।
তবে অজানা তথ্য গুলি জানতে হলে দর্শক দের হলে আস্তে হবে এবং অরিন্দম ব্যানার্জী পরিচালিত এবং আকাঙ্ক্ষা মাল্টিমিডিয়া প্রযোজিত ‘এক মুঠো রোদ্দুর’ ছবিটি দেখতে হবে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে।
এক কথায় নববর্ষে বাঙালি এক দুস্টু মিষ্টি প্রেমের গল্পের সাদ পাবে এই ছবির মাধ্যমে।