মদনমোহন সামন্ত : মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা 102 বছরের বয়সের “বড়মা” বীণাপাণি দেবীর নশ্বর দেহ আজ বুধবার সকাল আটটায় পুলিশে পুলিশে ছয়লাপ করে একপ্রকার দুর্গে পরিণত করা এসএসকেএম হাসপাতাল থেকে বিশাল কনভয় নিয়ে রওনা হল আচার্য জগদীশচন্দ্র বসু রোড উড়ালপুল ধরে যশোর রোড হয়ে উত্তর 24 পরগনার ঠাকুরনগরের মর্ত্যধামে তাঁর লীলাক্ষেত্রের দিকে।
অগণিত ভক্তবৃন্দের অশ্রুসজল ব্যথাবিদুর হৃদয় বিদারিত করে কনভয় যাত্রা করাতে এসএসকেএম হাসপাতালে উপস্থিত ছিলেন সাংসদ ইদ্রিস আলি, মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক , সুজিত বসু , শোভনদেব চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত সহ এক ঝাঁক মন্ত্রী ও নেতারা।