নিজস্ব প্রতিবেদক মালদা: মালদার রতুয়া ২ ব্লকের আরাইডাঙ্গা অঞ্চলে শিশু আলয়ে গত আগষ্ট মাস থেকে অঙ্গনওয়াড়ির ই সিসি ই প্রোগ্রাম শুরু হয়। সরকারি সহযোগিতায় একটি বেসরকারি সংস্থার (সিনি) উদ্দ্যোগে শিশুদের অঙ্গনওয়াড়ি প্রাক প্রাথমিক শিক্ষা ও যত্ন নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের বেসরকারি সংস্থার সিনির  মূল উদ্দেশ্য ছিল শিশু ও মায়েদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া ও শিশুদের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিন থেকে ছয় বছর বয়সি শিশুদের শিক্ষার প্রথম খেলার ছলে সেখানো নাচ, গান, ছড়া, ছবিআকা ও খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে খাবার খেতে হয় এছারাও বিভিন্য ধরনে বিষয় এই সব নিয়মের মধ্যে শিশুদের শিক্ষা দেওয়া হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here