নিজস্ব প্রতিনিধি, ইলামবাজারঃ “কেউ যদি একটা বোম ছোঁড়ে আমরা দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে রাখছি ১১ টা বোম ছুঁড়ুন।” এদিন ইলামবাজারে তৃণমূলের সভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেন বক্লের সাধারণ সম্পাদক দুলাল রায়। তিনি আরও বলেন, “আপনাদের আমরা সাহস দিচ্ছি, ভয়ের কোন কারন নেই।” এভাবেই এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে উস্কানি মূলক বক্তব্য রাখেন তিনি।
ইলামবাজারের ফুটবল মাঠে তৃণমূলের ব্লক ভিত্তিক সভা ছিল। অনুব্রত মণ্ডল সভায় উপস্থিত হওয়ার আগে সভায় বক্তব্য রাখছিলেন অঞ্চলের নেতারা। যদিও, মঞ্চে উপস্থিত ছিলেন দলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহ ও অন্যান্য বিধায়কেরা।
সেই সময় বক্তব্য রাখতে গিয়ে ইলামবাজার ব্লকের সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন, “কেউ যদি একটা বোম ছোঁড়ে আমরা দলের কর্মীদের নির্দেশ দিয়ে রাখছি, একের পিঠে এক হয়। একটা বোম ছুঁড়লে ১১ টা বোমা ছুঁড়ে তার পালটা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য” এই বক্তব্য শুনে সভায় উপস্থিত কর্মীরা রীতিমত উৎসাহিত হয়, করতালির রোল ওঠে সভাস্থলে।
এরপরে তৃণমূল নেতা দুলাল রায় আরও বলেন, “আমরা একদম বরদাস্থ করব না। এই কথা বলে আপনাদের আমরা সাহস দিচ্ছি। ভয়ের কোন কারন নেই। আমাদের কোন বিকল্প নেই। আমাদের বিরুদ্ধে কেউ থাকবে না। ইলামবাজারে যে কটা ভোট পড়বে তৃণমূলের বাক্সে পড়বে।”
এর আগেও ইলামবাজারে একাধিক রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় নাম জড়িয়ে ছিল এই দুলাল রায়ের।