নিজস্ব  প্রতিনিধি: জঙ্গি হানায় নিহত জওয়ানদের নিয়ে যখন সারা দেশ শোকে মুহ্যমান  তখন    ফেসবুকে ভারতীয় সেনার বিরুদ্ধে বিতর্কিত পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তৃণমূল নেতা।

গোটা দেশ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে শোকপ্রকাশ করছেন, তখন যুব তৃণমূলের বালুরঘাটের টাউন সহ সভাপতি শান্ত কুমার  সরকার ভারতীয় সেনাকেই কাঠগড়ায় তোলেন। এই দেশবিরোধী মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস কড়া ব্যবস্থা নেয়। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

ফেসবুকে একটি পোস্টে ভারতীয় সেনার বিরুদ্ধে কাশ্মীরিদের হত্যা ও ধর্ষণের অভিযোগ করা হয়। সেই পোস্টে লাইক ও শেয়ার করেন তৃণমূল নেতা।
শান্ত কুমার সরকার তৃণমূলের এসএসটি সেলের বালুরঘাটের সভাপতি ও টাউন যুব তৃণমূলের সহ সভাপতি ছিলেন।

রবিবার তৃণমূল কংগ্রেসের এসএসটি সেলের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সত্যেন রায় জানিয়েছেন যে শান্ত কুমার সরকারকে তার কৃতকর্মের জন্যই পদ থেকে বহিঃষ্কার করা হয়েছে।

অভিযুক্ত এই তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুল করে এমন একটি পোস্ট করে ফেলেছিলেন। যদিও পরে তিনি তাঁর ভুল বুঝতে পারেন এবং তা ডিলিটও করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here