এই মূহুর্তে বজবজে দলীয় অফিসে তৃণমূলের কাউন্সিলর গুলিবিদ্ধ হন By News Editor - February 18, 2019 0 38 নিজস্ব প্রতিনিধি: আজ রাতে বজবজের চিতলিগঞ্জে দলীয় অফিসে গুলিবিদ্ধ হন তৃণমূল কাউন্সিলর মিঠুন ঠিকাদার । গুলিবিদ্ধ হওয়ার পর কাউন্সিলরকে লক্ষ্য করে দুটি বোমাও ছোঁড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।