98মদনমোহন সামন্ত : নির্বাচন কমিশন আগামী লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করার আগে জনসংযোগের জন্য জমজমাট উপলক্ষ হাতছাড়া করতে রাজি নয় কোনও রাজনৈতিক দল।
আগামীকাল শুক্রবার 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তির জোরে কল্লোলিনী তিলোত্তমাকে অচলা-অনড়া করতে চলেছে তারা। মহানগরের ব্যস্ততম প্রাণকেন্দ্র ধর্মতলা-শিয়ালদহ-শ্যামবাজার অঞ্চল জুড়ে তিন তিনটি প্রধান রাজনৈতিক দলের মিছিলে সমগ্র কলকাতা স্থবির হতে চলেছে।
দুপুর থেকে শুরু হতে যাওয়া এই যন্ত্রণাময় পরিস্থিতি তৈরি করতে পিছিয়ে নেই কেউ। ক্ষমতাসীন তৃণমূলের মহিলা শাখা দুপুর ১২টায় শ্রদ্ধানন্দ পার্ক থেকে মিছিল শুরু করে যাবে ধর্মতলা পর্যন্ত। সে মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁরা তুলে ধরবেন কেন্দ্রীয় প্রকল্পে নয়, প্রাপ্য অধিকার আসছে রাজ্যের প্রকল্প থেকে। যুযুধান বিজেপি আবার একই সময়ে রাজ্য দলীয় সদর দফতর থেকে মিছিল নিয়ে যাবে শ্যামবাজার পর্যন্ত। উদ্দেশ্য ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ। কিছুটা কোণঠাসা বামদলগুলি নারীদের উপর অত্যাচার-এর বিরুদ্ধে মিছিল শুরু করবে রামলীলা ময়দান থেকে।
গণতান্ত্রিক মহিলা সমিতির ব্যানারে সেই মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। তাদের শুরু হবে অবশ্যই তৃণমূলের মিছিল শেষে। নিট ফল — নারী দিবস উপলক্ষ হলেও, ভোগান্তির একশেষ থাকবে না নারী – পুরুষ- শিশু নির্বিশেষে সকলের।