নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের ব্রেনওয়ার ইউনিভার্সিটির উদ্যোগে শনিবার তিনদিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের শুভ সূচনা হল।
এদিনের এই সম্মেলনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ফাল্গুনী মুখপাধ্যায়,উপাচার্য সুব্রত দে,রেজিস্টার মহুয়া পাল সহ বিশিষ্ট শিক্ষানুরাগীরা।
এই তিনদিনের সম্মেলনে নানান দেশবিদেশের বৈজ্ঞানিক ও অধ্যাপক গন তাদের রিসার্চ পেপার সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তুলে ধরবেন।
সম্মেলনে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে প্রায় পাঁচশোরও বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এদিনের এই সম্মেলন চলবে আগামী ৪ফেব্রুয়ারি পর্যন্ত।