শিলিগুড়ি: গত কয়েকদিন থেকেই সবার অজান্তেই মেলায় থাকা কিছু দোকান থেকে শাড়ী, টাকা,ও বিভিন্ন জিনিস চুরি করতে থাকে । প্রথম প্রথম ধরা না পড়ায় পুরোপুরি জাঁকিয়ে বসেছিল চোরটি।
দুদিন আগে মেলাতে থাকা একটি শাড়ীর দোকান থেকে ২০০০ টাকা চুরি করে,সেই দোকানে থাকা মহিলার সন্দেহ হয় এবং চোরের পেছনে যেতেই চোরটি টোটো তে উঠে পালিয়ে যায়।
মহিলাটির নাম সুপর্ণা দত্ত। তিনি উদ্যোগ নিয়ে ইনফরমেশন সেন্টারে খবর দেন। তারপর সেখানে থাকা সিকিউরিটি, ভলান্টিয়ার পুরোপুরি সতর্ক হয়ে যান। বৃহস্পতিবার সেই চোরআবার মেলায় এসে কাশ্মীরের একটি স্টল থেকে ৫পিস শাড়ী চুরি করে।
এরপর সবাই সতর্ক হয়ে গেলে সেই চোরটি দিশা হারিয়ে বাথরুম এ ঢুকে পড়ে। ২০-৪০মিনিট পরও না বেরোলে সুপর্ণা দত্ত নামে মহিলা বাথরুমের পাঁচিলে উঠে তার ফটো তুলে নেয়। অবশেষে পানিট্যাঙ্কি থানা তে খবর দিলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।