নিজস্ব প্রতিবেদক :ভারতের পূর্ব প্রান্তের একটি ছোটো প্রদেশ হল মনিপুর।এখানের সামাজিক ও রাজনৈতিক পরিবেশের কারনে এটি একটি কালো দাগ।
এখানে মাত্র কয়েকজনই আছেন যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কিন্তু তাঁদের আওয়াজ দমিয়ে দেওয়া হয়েছিল বহুবার।
ইরম শর্মিলা চানু সেই রাজ্যের এক নারী যিনি লড়াই করেছেন বহু বছর।অধিকারের লড়াই।তিনি তাঁর পিতা-মাতার নবম সন্তান হিসাবে একটি ছোটো গ্রামে জন্মগ্রহণ করেন এবং খুব কষ্টের সাথে বেড়ে ওঠেন।তাঁর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের কারনে বেশিদুর পড়াশুনা ও তিনি করতে পারেননি।তাঁর পিতা ছিলেন রাজনীতির সাথে যুক্ত।
শর্মিলা ১৬ বছর অনশন করেছিলেন মানবিকতা ও সামাজিক সমন্বয়ের জন্য।শেষমেষ তিনি অনশন ত্যাগ করেন ও রাজনীতিতে যোগ দেন।তিনি ভোটের ময়দানেও আসেন কিন্তু সেখানে ব্যর্থ হন।
এখন প্রশ্ন তিনি কি করছেন?
কোথায় আছেন?বর্তমান রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাঁর মতামত কি? এই সব কিছুই জানা যাবে ‘দ্য টার্নিং পয়েন্ট’ থেকে।এটি একটি তথ্যচিত্র যেটি কে আর মুভিজ এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড পরিবেশনায়, যশপ্রীত কৌরের প্রযোজনায় ও ইন্দ্রনীল সরকারের পরিচালনায় তৈরী হতে চলেছে।
২০১৭ সালে প্রেমিক ডেসমন্ড কুটিনহো কে বিয়ে করেন তাঁর অনশন ভাঙার পরে।সব কিছুই এই ছবির মাধ্যমে আমরা জানতে পারব বলে আশা রাখছি।