বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :
জানা যায় আয়কর দফতরের অফিসার দীপাঞ্জনা ৫ নভেম্বর, দেরাদুনের মৌলি থেকে ট্রেকিং শুরু করেন।
বয়সও যে খুব বেশি তাঁর তা নয়। পয়ত্রিশ বছর বয়সি এই অফিসারের ট্রেকিং করার সময় আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দুপুরে মৃত্যু হয় কেন্দ্রীয় সরকারি অফিসারের। মৃতদেহ আনতে দেরাদুন রওনা দিয়েছে মৃতের পরিবার। দেহ ফেরাতে রাজ্য সরকারের সহযোগিতা চাইছে তারা।
মেয়ের মৃত্যুর খবর পেয়ে শোকে মুহ্যমান পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন মা।ময়নাতদন্তের পর যাতে দেহ যত দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে আসা যায়, সেই চেষ্টাই চলেছে।