আর মাত্র ২০ মিনিট একটি শর্ট ফিল্ম যা দুটি ভিন্ন মানুষের ভালোবাসার মাঝে তাদের রোজগারের উচ্চাশা ও শহরের যুব সমাজকে বিমুখ পথে চালিত করতে এসকর্ট সার্ভিসগুলো কিভাবে কাজ করে ও যুব সমাজকে প্রভাবিত করে তার গল্প।এই সুন্দর গল্পটি নির্দেশনাতে রয়েছেন প্রসূন গায়েন যিনি এর আগেই ‘চিরদিনই তুমি যে আমার’, ‘ লে ছক্কা’, ‘ধনঞ্জয়’, ‘প্রেম আমার’ সহ আরও ছবিতে অভিনয় করেছেন।এই ছবিতে অভিনয় করছেন সুদীপ্তা ব্যানার্জ্জী, পায়েল চক্রবর্তী, রাজা দত্ত, গার্গী রায়চৌধুরী, প্রসূন গায়েন সহ আরও অনেক খ্যাতনামা শিল্পী।প্রত্যেকেই সিনেমাটি নিয়ে যথেষ্ট আশাবাদী।
এ ছাড়াও পোস্টার উদ্বোধন হল ‘এখনই এসো না'( ট্রু লাভ নেভার ডায়েস) এর।এটি একটি সঙ্গীত মুখর সিনেমা।দুটি সিনেমাই প্রযোজনা করছেন ‘নবকথা ইনিশিয়েটিভ’।
এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূন গাইন, সৌরভ দাস, প্রিয়াঙ্কা সরকার, এনা সাহা, পূজারিনী ঘোষ, পিয়া সেনগুপ্ত, প্রদীপ ধর ও গোপাল তালুকদার।