দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত লাগোয়া গ্রাম হাঁড়িপুকুর।
এখানে মুসলিমরাই ধুমধামের সাথে কালিপুজোর আয়োজন করে, প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে।এই পুজো দেখলেই বোঝা যায় যে উৎসব কোনো ধর্ম মনে না।
মুসলিমরা এখানের মন্দিরের রক্ষনাবেক্ষণ করে সারা বছর।বাংলাদেশের বাসিন্দাদের পুজোতে আমন্ত্রণ ও ভোগ বিতরণ করা হয়।দুই দেশবাসীর মিলন হয় বিএসএফ ও বিজিবির নজরদারিতেই।