বেঙ্গলওয়াচডেস্ক : স্ত্রীর আত্মহত্যার ঘণ্টা দেড়েকের মধ্যে মৃত্যু হল স্বামীর। ঘটনা বেহালার বি.এল সাহা রোডের। মৃতদের নাম পিঙ্কি ঘরামি ও রাজেশ ঘরামি। পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রী’র দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। গতরাত ১২ টা নাগাদ স্ত্রী পিঙ্কিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘর থেকে উদ্ধার করেন রাজেশ ও তাঁর পরিবারের সদস্যরা। তড়িঘড়ি ওই গৃহবধূকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কারণে বাড়িতেই ছিলেন রাজেশ। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এরইমধ্যে পিঙ্কিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেই খবর যায় রাজেশের কাছে। তিনি বাড়ি থেকে
এসএসকেএম-এ চলে আসেন। তবে সেখানে এসে জানতে পারেন তাঁর স্ত্রী’র দেহ বাড়িতে নিয়ে চলে গিয়েছে পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, পিঙ্কির মৃত্যু সংক্রান্ত কোনও নথি হাসপাতাল থেকে নিয়ে যাননি তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এদিকে রাজেশ বাড়িতে এসে স্ত্রী’র নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যদের দাবি, ঘড়ির কাঁটা তখন রাত দেড়টার আশপাশে। ঠিক সেই সময় বাথরুমে যান রাজেশ ও অচৈতন্য হয়ে পড়েন। কিছুক্ষণ পর বাড়ির লোকজন রাজেশকে ওই অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ আনা হয় বেহালার বাড়িতে। সেখানেই স্বামী-স্ত্রী’র দেহ পড়ে থাকে।#