সৌগত মন্ডল : রামপুরহাট-বীরভূম- আজ ২৬ এ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সারা দেশ, রাজ্য ও জেলা জুড়ে পালিত হচ্ছে পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস।
সেরকমই বীরভূমের এক অন্য চিত্র দেখা গেলো, পতাকা উল্টো ভাবে লাগানো হয়েছে, রামপুরহাটের বীরভূম জেলা পরিষদের কার্যালয়ে অন্যদিকে একই চিত্র দেখা গেলো, সাঁইথিয়াত থানার মাঠপলসা গ্রামপঞ্চায়েতের অফিসে। যারা পতাকা উত্তোলন করছেন , তাদের চোখে পরেনি?