দক্ষিন দিনাজপুরঃ বৃহস্পতিবার ভরদুপুরে নিজের বাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। মৃত মহিলার নাম পপি বিশ্বাস(৪৫)। বাড়ী বালুরঘাট শহরের বিশ্বাস পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মারফৎ জানা গিয়েছে মৃত ঐ মহিলার স্বামী গত এক বছর পূর্বে মারা গিয়েছে এবং এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি গলায় ফাস লাগিয়ে নিজের বাড়ীতে আত্মঘাতী হন। এরপর প্রতিবেশীরা বাড়ীর দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মহিলার ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনার পর বালুরঘাট থানার পুলিশ মৃত মহিলার বাড়ীতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে পাঠায়। মৃত্যুর তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।