কোচবিহার: সোমবার কোচবিহার জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন হয়। 27 শে নভেম্বর ও স্থায়ী কমিটির থেকেই কর্মদক্ষ নির্বাচিত হবে। এদিন স্থায়ী কমিটি গঠনে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও তার দুই ঘনিষ্ঠ বিধায়ক জগদিশ বসুনিয়া ও হিতেন বর্মন উপস্থিত থাকলেও জেলার অন্য কোন বিধায়ক ও সাংসদ রা উপস্থিত ছিলেন না। আর তা নিয়ে রীতিমতন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এদিন যেভাবে স্থায়ী কমিটি গঠন করা হয়েছে তাতে সম্ভাব্য কর্মদক্ষ রা হলেন দ্রুত আব্দুল জলিল আহমেদ, কৃষি মীর হুমায়ুন কবির, জনস্বাস্থ্য শুচিস্মিতা দেব শর্মা, বিদ্যুৎ তুইকি বর্মন বড়ুয়া, শিক্ষা অশোক বর্মন, তো গোপাল বর্মন ও ও ভূমি নুর আলম হোসেন সম্ভাব্য ওই কর্মদক্ষতার প্রায় সকলেই ও যুব তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে রবীন্দ্রনাথ ঘোষের পন্থী বলেই পরিচিত।