রামদেব কে নির্দেশ কোর্টের,তিনি সন্ন্যাসী। বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তাঁর বিশেষ নেই। সেকথা ভেবেই হয়তো পতঞ্জলির দিব্য ফার্মেসির বিপুল লাভের টাকা স্থানীয় কৃষকদের সঙ্গে ভাগ করে নেওয়ার নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট।

উত্তরাখণ্ডের বায়োডাইভারসিটি বোর্ডের(ইউবিবি) আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এই রায় দিয়েছে।

ইউবিবি–র তরফে আবেদন করা হয়েছিল আয়ুর্বেদের ঔষধি তৈরিতে যে যে সামগ্রির প্রয়োজন হয় তার সবগুলিই জমিতে ফলন করাতে হয়। সেকারণেই আয়ুর্বেদিক ওষুধ তৈরিকে কৃষকদের বড় ভূমিকা থাকে। তাই কোনও আয়ুর্বেদিক সংস্থা যদি বিপুল পরিমাণ অর্থ লাভ করে তাহলে সেই লভ্যাংশ কিছুটা সেই কৃষকদেরও প্রাপ্য। ২০০২ সালের বায়োডাইভার্সিটি আইনও সেকথাই বলে।

তাই পতঞ্জলির দিব্য ফার্মেসি যে ৪২১ কোটি টাকা লাভ করেছে তার মধ্য থেকে মাত্র ২ কোটি টাকা আয়ুর্বেদ ঔষধির কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here