সামনেই ৫ রাজ্যে নির্বাচন। গণতন্ত্রের সবচেয়ে বড় উত্‍সব! তাই ভোটের সময় যেন মোবাইলের নেটওয়ার্ক ভালো থাকে, মোবাইল সংস্থাগুলিকে এমনই নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই মুখ্যনির্বাচনী আধিকারিক আনন্দ কুমার সব মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠকে সব সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যন্ত গ্রামগুলিতেও যেন ভোটের সময় মোবাইল নেটওয়ার্ক ভালো থাকে৷

গ্রাহকরা টাওয়ার সমস্যায় না ভোগেন৷ মোবাইলে ভোট সচেতনতা প্রচারে কোনও ত্রুটি রাখতে চাইছে না নির্বাচন কমিশন৷ মোবাইল সংস্থাগুলিও ভোটের সময় সেরা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে।নির্বাচন কমিশনের নির্দেশ পেয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে মোবাইল সংস্থাগুলিও৷

সকাল সকাল ভোট দেওয়ার জন্য সব ভোটারকে ফোন করে, এসএমএস করে সচেতন করছে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি৷পুলিশের তরফে একটি কমন নম্বর রাখা হচ্ছে৷ রাজ্যের যে কোনও জায়গা থেকে ওই নম্বরে পুলিশের কাছে অভিযোগ জানানো যাবে৷ মোবাইল সংস্থাগুলি নির্বাচন কমিশনের নির্দেশ, নেটওয়ার্ক রেঞ্জ যতটা সম্ভব বাড়াতে হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here