নিজস্ব সংবাদদাতা, নদিয়া: সম্পত্তি লিখে না দেওয়ায় শীতের রাতে আশি বছরের বৃদ্ধাকে মারধর করে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগ অভিযোগ উঠল ছেলে এবং বৌমার বিরুদ্ধে।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার হবিবপুর পানপাড়া এলাকায়। সূত্রের খবর রানাঘাট হবিবপুর পানপাড়া এলাকার বাসিন্দা বছর আশির নির্মলা দেবী তার নিজের বাড়ীতে ছেলে রতন বিশ্বাস ও বৌমা পুতুল বিশ্বাসের সাথেই থাকতেন।
অভিযোগ, সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই নির্মলা দেবীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিলেন তার ছেলে ও বৌমা।অভিযোগ,শুক্রবার রাতেও সম্পত্তি তাদের নামে লিখে দেওয়ার জন্য বললে রাজি হয়নি নির্মলা দেবী।এর পরই নির্মলা দেবীকে মারধর করে প্রচন্ড ঠান্ডার মধ্যেই বাড়ী থেকে বের করে দেয় বৌমা ও ছেলে।
পরে স্থানীয় লোকজন ওই বৃদ্ধাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করায়।এই ঘটনায় শনিবার দুপুরে ছেলে এবং বৌমার বিরুদ্ধে রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে নির্মলা দেবী।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট মহিলা থানার পুলিশ।