নিজস্ব প্রতিনিধিঃ নদীয়া: নিজের ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় নদীয়ার রানাঘাটে।
মৃত ব্যক্তির নাম তরুণ কুমার ভৌমিক(৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর পানাগর এলাকার বাসিন্দা তরুণ বাবুকে বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
এরপর তাকে উদ্ধার করে স্থানীয় রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তরুণ বাবুকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে না ঘাট থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। কোন কারনে আত্মঘাতী হয়েছেন তরুণ বাবু বলেই মনে করছেন মৃতেরপরিবার ও পুলিশ।