নিজস্ব প্রতিবেদক: কোডাইন মিকচার সহ এক ব্যক্তিকে গত ১১ ই জানুয়ারি শুক্রবার গ্রেফতার করেছিল বসিরহাট থানার পুলিশ।
বসিরহাট থানার ধলতিথা থেকে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সাইফুল মোল্লা। বাড়ি পিফা অঞ্চলে। ধৃতের কাছ থেকে সাত লিটার কোডাইন মিক্সচার পাওয়া গিয়েছিল। তাকে বারাসাত আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়।
১৪ ই জানুয়ারি সোমবার বিকালে বসিরহাট জেলা হাসপাতালে মেডিক্যাল করে ফেরার পথে ইটিন্ডা রোডে সারদা মার্কেটের সামনে থেকে পুলিশের জিপ থেকে যানজটের সুযোগ নিয়ে সে পালায়। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে পুলিশ ওঁত পেতে বসেছিল কাটাখাল এলাকায়।
গাড়িতে কোলকাতা থেকে নিজের বাড়ি পিফাতে ফেরার পথে পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে। আজ তাকে পুনরায় বারাসাত জেলা আদালতে তোলা হবে।