নিজস্ব সংবাদদাতা-নদিয়া: বিজেপি যত হারবে জিএসটি র হার তত কমবে।বিজেপি যত হারবে পেট্রোল রান্নার গ্যাসের দাম তত কমবে তাই বিজেপিকে আগামী দিনে শূন্যতে পৌঁছান দ্রব্য মূল্য বৃদ্ধি শূন্য হবে আজ নদিয়ার বেতাই কলেজ মাঠে ১৯ শে জানুয়ারীর প্রস্তুতি সভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।
এদিন বিজেপির রথ যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না যুবরাজ।বিজেপির রথযাত্রা নিয়ে তিনি বলেন,দিল্লি থেকে একটি লাক্সারি বাস এনে তাকে রথ বানিয়ে যার মধ্যে চলবে ফুর্তি, যার মধ্যে থাকবে বিলাসবহুল ব্যবস্থা।
এ কেমন রথ ? রথে থাকে দেব দেবীর মূর্তি রথ টানা হয় দড়ি দিয়ে।নদিয়ার লোকসভার দুটি আসন সম্পর্কে অভিষেক বন্দোপাধ্যায় বলেন নদিয়ার দুটি আসনই তৃণমূল পাবে আর আমাদের নেত্রী ৪২ এ ৪২ আসন পাবার ডাক দিয়েছে।
অভিষেক এও বলেন,৮০ বছর আগে নেতাজি দিল্লি চলোর ডাক দিয়েছে।৮০ বছর পর মমতা ব্যানার্জী ডাক দিল দিল্লি চলোর।