নিজস্ব প্রতিনিধি: এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকারের ব্যাপক টালবাহানার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে আজ অবস্থানে বসলেন চাকুরীপ্রার্থীরা ।
অবস্হানরত তাঁদের আবদন ‘মত নির্বিশেষে সবাই ইস্যুটিকে সমর্থন করুন’ । বৃষ্টির রাতে খোলা আকাশের নীচে তাঁরা এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁরা বলেন, ” আমরা চাকরির পরীক্ষায় পাশ করে ন্যায্য ভাবে শিক্ষকশিক্ষিকা হিসাবে কাজ করতে চাই।”
ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , শিক্ষক সেলের রাজ্য কনভেনর আন্দোলনকারীদের সবরকম সমর্থন দেবেন বলে ঘোষনা করেছেন ৷ভারতীয় জনতা যুব মোর্চা সমস্ত সহায়তা করতে প্রস্তুত ৷