নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে চাকরি হবে আগামী লোকসভা ভোটের আগেই । কিন্তু রাজ্যে ১ লাখ ওপর শিক্ষক শিক্ষিকার পদ খালি।

আজ দীর্ঘ ৬বছর সরকারের এই শিক্ষক নিয়োগ আটকে আছে। টেটপরীক্ষা উঠে গেছে। বিএড/ ডি এল এড কোর্সের পর ছেলে মেয়েদের হতাশা দিন দিন বাড়ছে।

এই সমস্যার সম্মুখীন হচ্ছে কেবল মাত্র আমাদের রাজ্য।উন্নতমানের এডুকেশনাল কোর্স করে ২০০০/২৫০০ টাকার বিনিময়ে টেম্পোরারি সিভিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের পর কোন বাবা মাই চাইবেনা এই নিজের ছেলে মেয়ে র ভবিষ্যৎ নষ্ট করতে।

রাজনীতি নয় দলমত নির্বিশেষে সকলেরই প্রতিকার চাই। শিক্ষা ব্যবস্থা আরো দৃঢ় হোক এটাই সকল যোগ্য পদপ্রার্থীদের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here