নিজস্ব প্রতিনিধি: দু’মাস ধরে বেতন মিলছে না ডুয়ার্স এর ডানকান কোম্পানির বীরপাড়া চা বাগানে । বেতন না পেয়ে দারুণ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন বীরপাড়া চা বাগানের 1600 শ্রমিক পরিবার ।
আজ সকাল ন’টায় বাগানের সবকটি সংগঠন বীরপাড়া চৌপথিতে প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ করে । ইউটিইউসি সভাপতি গোপাল প্রধান জানান দারুণ সমস্যায় রয়েছেন শ্রমিকরা। দুই মাস ধরে বেতন নেই ।
এছাড়া অন্যান্য বিভিন্ন সুবিধা মিলছে না। এর প্রতিবাদে শ্রমিকরা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়। তিন ঘণ্টা অবরোধ চলার পর জেলাশাসকের কার্যালয়ে বৈঠকের পর পথ অবরোধ উঠে যায় ।