সৌগত মন্ডল, (তারাপীঠ-বীরভূম) : গত মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গতকাল দুপুর ১.৩০ নাগাদ রামপুরহাটের সানঘাটাপাড়ার মুনসুবা মোড়ে রাস্তার ধারে ফাঁকা জমিতে সভা করেন মুখ্যমন্ত্রী।
সভা থেকে রামপুরহাট ২নং ব্লকের সভাপতি সুকুমার মুখ্যার্জীকে বলেন, কাল আমি তারাপীঠ যাব, কেমন উন্নয়ন দেখতে ও মাকে পুজো দিতে। এদিন ঠিক ১.১০ নাগাদ তারাপীঠ মন্দিরে পূজো দিতে ঢোকেন মুখ্যমন্ত্রী।
পূজো দেবার পর, একটু মন্দির চত্বর ঘুরে দেখেন ,তারপর প্রায় ১.৪০ নাগাদ বেরিয়ে যান কলকাতার উদ্দেশে।