গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: বৃহস্পতিবার কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে শিশু শ্রমিক ও বাল্যবিবাহ রোধ নিয়ে একটি প্রশাসনিক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা শাসক সৌমেন পাল, কাটোয়া লেবার কমিশনার তপন কুমার ভট্টাচার্য্য, জেলা শিশু সুরক্ষা আধিকারিক শাশ্বতী দাঁ, জেলা শিশু সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ ভকত, বর্ধমান চাইল্ড লাইনের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর অভিজিৎ চৌবে, চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার শরৎ কুমার হাজরা,কাটোয়া চাইল্ড লাইনের আধিকারিক সুচেতনা ভট্টাচার্য।
এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমার সমস্ত আইসিডিএস সুপারভাইজার, কাটোয়া মহকুমার সমস্ত থানার দ্বিতীয় পুলিশ অফিসার,কাটোয়া মহকুমার প্রতিটি পঞ্চায়েতের প্রতিনিধি সহ কাটোয়া চাইল্ড লাইনের সমস্ত সদস্যরা।
কীভাবে শিশু শ্রম এবং বাল্যবিবাহ আটকানো যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিশু শ্রম ও বাল্য বিবাহ প্রচারের উপর জোর দেওয়ার কথাও বলা হয়।