অতনু গোস্বামী, নদীয়া : কাজ সেরে বাড়ি ফেরার পথে সহকর্মীদের সাথে নবদ্বীপের গঙ্গা স্নান করতে নেমে জলে তলিয়ে গেল বছর কুড়ির এক যুবক। নিখোঁজ যুবকের নাম বিক্রম বৈষ্ণব।
পুলিশ সূত্রে জানা যায়, নদীয়ার ধুবুলিয়া থানার উনিশ নম্বর এলাকার বাসিন্দা ওই যুবক বুধবার বিকালে নবদ্বীপের রামসীতা পাড়া এলাকায় কাজ সেরে বাড়ি ফেরার পথে সহকর্মীদের সাথে নবদ্বীপ শ্রীবাসঅঙ্গন ঘাটে স্নান করতে নেমে অসতর্কতার কারণে জলে তলিয়ে যায়। নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করতে প্রচেষ্টা চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ।