সুমন দে, কলকাতা : আবারও ঝড় আসবে মনে হয় কিন্তু একরাশ অনুভূতির বৃষ্টিতে নিজের জন্মদিনেই তাঁর লক্ষাধিক শ্রোতা অনুরাগীদের ভিজিয়ে দিলেন সঙ্গীত শিল্পী বাংলা ব্যান্ড “সুরজিত ও বন্ধুরা”র কর্ণধার
সুরজিত চ্যাটার্জী, সাথে জন্ম দিলেন তাঁর ‘অবসন্ন’-কে।
একদম ভিন্ন স্বাদের ভিন্ন ঘরানার একটা নতুন বাংলা গান ‘অবসন্ন’। বাংলা গানে আরও একবার পাশ্চাত্য ঘরানাকে সম্পূর্ণ নতুনভাবে সফল প্রয়োগ করলেন সুরজিত চ্যাটার্জী। গানের ভাষা এবং শব্দও ছিল প্রচলিত বাংলা গানের ঘরানার থেকে একদমই আলাদা এবং ভিন্ন স্বাদের। গানটির ভিডিওগ্রাফি নজর কাড়ার মতো। ভিডিওর সব দৃশ্যই শুটিং হয়েছে বিদেশে।
গোটা গানটিতে খুবই কম যন্ত্র সংগীতের ব্যবহার চোখে পড়ে। ৭মে বাংলা ব্যান্ড সুরজিত ও বন্ধুরা-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে “সুরজিত ও বন্ধুরা”তে এই গানের ভিডিও প্রকাশ্যে আসার পরেই শহস্রাধিক সঙ্গীত অনুরাগী মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘অবসন্ন’।
এই গানে ব্যবহৃত সুরজিতের বাঁশির সুর শ্রোতাদের মন কেড়েছে ইতিমধ্যেই। এক কথায় বলতে গেলে বাংলা ও বাঙ্গালী সাক্ষী হয়ে রইল একেবারেই নতুন স্বাদের এক নতুন বাংলা গানের ।।