নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকরা ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। নিখোঁজ ব্যাক্তির নাম গীতাংশু দাস(৫১)।
শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের সূর্যমনির চরের কাছে নৌকা নোঙর করে তাতে বসেছিলেন গীতাংশুবাবু ও তার তিন সঙ্গী। আচমকা জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে তুলে নিয়ে যায় ওই মৎস্যজীবীকে।
সঙ্গীরা তাঁক উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন। এই খবর গীতাংশুবাবুর বাড়ি ঝরখালির নেহরুপল্লী গ্রামে এসে পৌঁছতেই সেখানে নেমে এসেছে শোকের ছায়া।