নিজস্ব প্রতিবেদন: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনুব্রত মণ্ডলকে ‘বোলপুরের বিচ্চু’ বলে কটাক্ষ করলেন । দিলীপ ঘোষের পর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পরেই অনুব্রত মণ্ডল তাঁদের নিয়েএই রকম কটাক্ষ করেছিলেন, ‘আগে ভেড়া ছিল, এখন ছাগল এসেছে।’
রাজ্য সভাপতি হয়ে প্রথম বীরভূম সফরে এসে নাম না করে ‘বোলপুরের বিচ্চু’ বলে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে পাল্টা আক্রমণ করতে বিন্দুমাত্র কসুর করেননি অনুব্রত মণ্ডলও।
বৃহস্পতিবার বিকালে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়ার জন্য বীরভূমের সিউড়িতে জেলা বিজেপির তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার ছাড়াও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সভার শুরুতেই কর্মীদের উত্সাহিত করতে স্লোগান দেন সুকান্ত। সেখানে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমন জোরে স্লোগান দিন যেন বোলপুরের বিচ্চুর কান পর্যন্ত পৌঁছায়।
বিজেপির কোনও রাজ্য নেতা বীরভূমে আসবেন আর অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠবে না এমনটা হতেই পারে না। এদিন নাম না করেই অনুব্রত মণ্ডল প্রসঙ্গে টেনে কর্মীদের উজ্জীবিত করতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘আধ পাগলা বিচ্চুর ভয়ে কি আমরা ঘরে ঢুকে যাব? যার মাথায় অক্সিজেন পৌঁছায় না ঠিকমত, তার ভয়ে ঘরে ঢুকে যাবেন? আপনারা সবাই একত্রিত হয়ে লড়াই করুন। আপনারাই পারবেন ওর মাথায় ঠিকমত অক্সিজেন পৌঁছে দিতে।’
এমন কি ‘বিচ্চু’কে শায়েস্তা করতে নিদানও বাতলে দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘একত্রিতভাবে লড়াই করুন। বিচ্চুকে একদম ভয় পাবেন না। বিচ্চু ঘরে ঢুকলে কি ট্রিটমেন্ট করতে হয় আপনারা তা জানেন। দরকার হলে বোলপুরের বিচ্চুকে সেই ট্রিটমেন্টটাই দিন। পার্টি আপনার পাশে থাকবে।’
বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যের পাল্টা তোপ দাগলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘বীরভূমের মাঠে নামুন, কত দম আছে দেখে নেব। এমন অবস্থা নাম করে বলার হিম্মত নেই। পিপিলিকার পাখা গজিয়েছে। বিচ্চু বলে বেশি লাফাচ্ছে। আর মারতে গেলে তো হাতের দরকার হয়। সেই হাতের কব্জিটাই যদি ভেঙে যায়?’