নিজস্ব প্রতিনিধি: বোলপুর ১৫ নং ওয়ার্ডের অন্নপূর্ণাপাড়াতে তাঁর দুই কন্যাকে নিয়ে ভাড়া থাকতেন নিইনি গ্রামের বাসিন্দা মিতা মন্ডল। আজ দুপুর নাগাদ গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন মিতা মন্ডল (৪০)। বড় মেয়ে মুনমুন মন্ডল (২২) গুরুতর অগ্নিদগ্ধ হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি।