নিজস্ব প্রতিনিধি, মালদা: কুমেদপুর স্টেশনে কর্মরত আর পি এফ সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক আরপিএফ আফিসার।
শনিবার রাতে মালদার কুমেদপুর স্টেশনের আবাসনে ঘটনাটি ঘটে। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়।মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা হয়ে আছে। পরিবার ও পুলিশের কাছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত আরপিএফের নাম গুড্ডু কুমার(৩৭)। বাড়ি বিহারের পাটনা জেলার পান্ডারাক এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী ও দশ বছরের একটি কন্যা সন্তান। কর্মসুত্রে তিনি পরিবার নিয়ে কুমেদপুর স্টেশনের রেল আবাসনে থাকতেন।
শনিবার রাতে তিনি ডিউটি করে বাড়ি ফিরেন। তারপর স্ত্রীর সাথে গল্প করে পাশের ঘরে যাওয়ার পরে পাশের ঘর থেকে হঠাৎ গুলির আওয়াজ পেয়ে ছুটে যান স্ত্রী। রক্তাক্ত অবস্থায় স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।