নিজস্ব প্রতিনিধি: মালদার মোথাবাড়ি, গোলকটোলা এলাকার বাসিন্দা শিবানী মন্ডল (১৩) পাঁচকুড়িটোলা স্কুলের ছাত্রী। বাড়িতে কেউ না থাকায় বৃহস্পতিবার বিকেলে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে। খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে রাতে ময়না তদন্তের জন্য পাঠায়।

বাবা অভয় মন্ডল পেশায় দিনমজুর। মা দলই মন্ডল। তাঁদের পরিবারে এক ছেলে ও একটি কন্যা  সন্তান। শিবানী পরিবারের বড় কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, বাবা কাজে ও মা জমিতে ঘাস কাটতে যাওয়ায়, বৃহস্পতিবার বিকেল নাগাদ বাড়িতে একাই ছিল শিবানী।

ঘটনা প্রসঙ্গে মৃতার বাবা অভয় মন্ডল জানান, বাড়িতে কোনো রকম অশান্তি বা ঝগড়া কিছুই ছিল না। তবে মেয়ে কেন এমন করলো কিছুই বুঝে উঠতে পারছিনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here