বেঙ্গলওয়াচডেস্ক : নৃশংস ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কেস ডায়েরি বা রিপোর্ট জমা দিতে হবে। বুধবার রাজ্য সরকারকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে হাইকোর্টের নির্দেশ, পুরো এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলতে হবে। সাক্ষী ও গ্রামবাসীদের নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দিল্লির আধিকারিকদের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বগটুইয়ের নৃশংস ঘটনা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। বুধবার মামলার শুনানিতে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার দেওয়ার আগে রাজ্যের তদন্ত প্রক্রিয়াও দেখা উচিত। যে সওয়াল গ্রহণ করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি

 

 

 

 

 

 

 

 

 

ভরদ্বাজের বেঞ্চ। হাইকোর্ট বলেছে, ‘প্রথমে আমরা রাজ্য সরকারকে আগামিকাল দুপুর দুটোর মধ্যে কেস ডায়েরি বা রিপোর্ট প্রদানের সুযোগ দিচ্ছি। এখনও পর্যন্ত যা তদন্ত হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট ২৪ মার্চ দুপুর দুটোর মধ্যে প্রদান করতে হবে।’ সেইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পুরো এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলতে হবে। তাতে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে পারবে। যা সব দিকের ছবি তুলে ধরতে হবে। পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত টানা রেকর্ডিং করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা জজের উপস্থিতিতে সেইসব সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here